Pages

সাহায্য=প্রার্থনা

 ‘তোমরা ধৈর্য ও সালাতের

মাধ্যমে সাহায্য

প্রার্থনা কর’ (২:৪৫, ১৫৩)।

আল্লাহ আরও বলেন,

‘তোমরা ধৈর্য ধারণ কর,

ধৈর্যের

প্রতিযোগিতা কর’ (আল

কোরআন, ৩:২০০)।

‘মহাকালের শপথ, মানুষ অবশ্যই

ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়,

যারা ঈমান আনে ও সৎকর্ম

করে এবং পরস্পরকে সত্যের ও

ধৈর্যের উপদেশ দেয়।’ (আল

কোরআন, ১০৩:১-৩)।

‘যদি তোমরা ধৈর্য ধারণ কর

এবং তাকওয়া অবলম্বন কর

তবে নিশ্চয়ই তা হবে দৃঢ়

সঙ্কল্পের কাজ’ (আল কোরআন,

৩:১৮৬)।

No comments:

Post a Comment

কুরআনের কিছু আয়াত

 কুরআনের কিছু আয়াত এখানে এমন কিছু কুর'আনের আয়াত উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের অন্তরকে শীতল করবে এবং পরকালীন প্রস্তুতি নিতে সাহায্য ক...